পৃষ্ঠাসমূহ

বুধবার, ৮ মার্চ, ২০১৭

মাতৃভাষা

                       মাতৃভাষা
                  সুবোধকুমারশীট

আমরা হয়তো খুবই গর্বিত আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি।যেমন আমরা মোহময় বাংলা ভাষায় বার্তালাভ করি।তেমনি আমাদের মনও হয়তো খাঁটি বাংলার মোহে গঠিত,তা আবার কয়জনের।যদি আমাদের মন সত্যিই বাঙালি হতো ,তাহলে অত্যাচারিত,লাঞ্ছিত বাঙালি তথা কোন মানুষকে দেখে মুখ ঘুরিয়ে নিতাম না।বাঙালি তথা কোনো মান আর হুঁশ যুক্ত মানুষ এই অমানবিক ,বোধহীন আচরন করত না।এই বাংলা ভাষা বলে কি লাভ?যে ভাষা মানুষের জন্য নয় ।যে ভাষা মানুষের অত্যাচার লাঘব করার জন্য সত্তা সদা তেজহীন ।যে ভাষা লাঞ্ছিত, অপমানিত নারীর সম্মানের জন্য প্রতিবাদ করতে পারে না ।সেই ভাষার মুল্যবোধ কি সার্থক পথে যায়? আমরা এই রকম প্রতিবাদহীন, তেজহীন ভাষা চাই না।যে ভাষা মানুষের জন্য, নারী সমান মায়ের জন্য একটুকু প্রতিবাদে জন্য অক্ষম।যে ভাষা মাতৃভূমির প্রজন্মকে প্রতিবাদী করে তোলে না।সেই রকম বাংলা ভাষা বলে মাতৃভাষার গৌরব কলঙ্কিত করা।আজ অন্যজন লাঞ্ছিত, অত্যাচারীত কাল হয়তো তোমার পরিবার হবে লাঞ্ছিত, অত্যাচারীত।এই ভাবে আর কতদিন।এসো আমরা মনের মধ্যে থাকা প্রতিবাদী বাঙালিকে জাগ্রত করে তুলি।
এসো আমরা আমাদের সতেজ,মহাশক্তিযুক্ত প্রতিবাদী বাংলা ভাষাকে উদ্বুদ্ধ করি।এই বাংলা ভাষাকে প্রতিবাদের হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়ি এক সঙ্গে, আর মোহময় বাংলাকে সোনার বাংলা ভাষায় ,সোনার বাংলা গড়ে তুলি।এসো আমরা মাতৃভাষাকে নব রূপে সাজিয়ে তুলি প্রতিটি মানুষের অন্তরে,মনে, হৃদয়ে ।এই মায়ের দেওয়া মাতৃভাষাকে হৃদয়ে নিয়ে সমাজের সমস্ত কলঙ্ক মুছেফেলি।সমাজকে আবার নতুন রূপে গড়ে তুলি।এই সমাজ জন্ম দেবে,সেই প্রতিবাদী বাঙালিকে, সেই প্রতিবাদী নবজাতককে, যাদের কণ্ঠে প্রতিটি দেশ ঝড় তুলবে প্রতিবাদের, তখনই হয়তো 'মা' গর্বিত হবে।তখনই মাতৃভাষা বলা সার্থক হবে।।

                           ------- সুবোধকুমারশীট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন